কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাতে উপজেলার আদমের জোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। আটক রফিক মিয়া (১৯) টেকনাফের হ্নীলা নয়াপাড়া এলাকার বাসিন্দা।
মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।