আজ ১৭ রমজান। এই দিনেই অনুষ্ঠিত হয়েছিল ইসলামে প্রথম সশস্ত্র যুদ্ধ। এটি অনুষ্ঠিত হয়েছিল বদর প্রান্তে। এজন্য এটি বদর যুদ্ধ নামে প্রসিদ্ধ। বদর যুদ্ধে আল্লাহ অবিশ্বাসীদের বিরুদ্ধে মুসলমানদের অলৌলিক বিজয় দান করেন।
এই বিজয়ের মাধ্যমে আল্লাহ ইসলাম ও মুসলমানের অস্তিত্ব রক্ষা করেন এবং আরব সমাজে মুসলমানের সম্মান, মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি করেন।
ঐতিহাসিক বদর যুদ্ধে ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে ১৪ জন মুসলিম শাহাদাত বরণ করেন। যাদের মধ্যে ছয়জন মুহাজির ও আটজন আনসার।
বদর প্রান্তে স্থাপিত নামফলক অনুসারে তারা হলেন- উমায়ের বিন আবি ওয়াক্কাস রা:, সাফওয়ান বিন ওয়াহাব রা:, জুশ-শিমালাইন বিন আবদে আমর রা:, মাহজা বিন সালিহ রা:, আকিল বিন বুকাইর রা:, উবায়দা বিন হারিস রা:, সাআদ বিন খাইসামাহ রা:, মুবাশশির বিন আবদুল মুনজির রা:, হারিসা বিন সুরাকা রা:, রাফে বিন মুআল্লা রা:, উমায়ের বিন হাম্মাম রা:, ইয়াজিদ বিন হারিস রা:, মিগওয়াস বিন হারিস রা: ও আউফ বিন হারিস রা:।