বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

নিউইয়র্কে ‘ব্যবসা-অর্থনীতি উন্নয়নের কনফারেন্স’ সোমবার শুরু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৬৬ বার

নিউইয়র্কে তিন দিনব্যাপী ‘১২তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট’ শুরু হবে আগামী ১০ এপ্রিল (সোমবার)। কনফারেন্সে শতাধিক শিক্ষাবিদ বিশ্বের ২০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করবেন বলে কনফারেন্সের এক্সিকিউটিভ চেয়ার ডক্টর পি.আর. দত্ত এ সংবাদদাতাকে জানান।

ড. দত্ত উল্লেখ করেন, অংশগ্রহণকারীরা একটি বৈশ্বিক সমাবেশের মধ্যে জ্ঞান অন্বেষণ এবং নেটওয়ার্কিংয়ের এক অপূর্ব সুযোগ পাবেন। সম্মেলনটির আয়োজক সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের মেডগার এভার্স কলেজ এবং সেন্টার ফর বিজনেস অ্যান্ড ইকোনমিক রিচার্স।

কনফারেন্সের চেয়ার ড.দত্ত আরো বলেন, “একটি টেকসই জাতি গঠনে এবং জাতীয় প্রগতিকে আরো বেগবান করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন উচ্চশিক্ষার গুণগতমানকে বৃদ্ধি করা এবং সত্যিকারের গবেষণায় মনোনিবেশ করা। সত্যিকারের দক্ষ জনগোষ্ঠী তৈরি করার জন্য শিক্ষাক্ষেত্রে আনতে হবে আমুল পরিবর্তন। শিক্ষা প্রদান ও গ্রহণের সনাতনী পদ্ধতির পরিবর্তন হওয়া দরকার। আমাদের সকলকে আরও বেশি মাত্রায় বিশ্বের নতুন নতুন পদ্ধতিগুলোর সাথে আদান-প্রদানের মাধ্যমে পরিচিতি বাড়াতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে একে অপরের সাথে জড়িত হতে হবে-এসব বিষয় প্রাধান্য পাবে কনফারেন্সে উপস্থাপিত বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধে।’’

 

এবারের কনফারেন্সে মূল বক্তব্য উপস্থাপন করবেন ড. জো-অ্যান রোল (ডিন, বিজনেস স্কুল, মেডগার এভার্স কলেজ), প্রফেসর দীপরাজ মুখার্জি (কেন্ট স্টেট ইউনিভার্সিটি, ইউএসএ), ক্যারিন-ইসাবেল নূপ (হার্ভার্ড বিজনেস স্কুল, ইউএসএ), অ্যান্তোনিও সাদারিক (হিউম্যান সাসটেইনেবিলিটি ইনসাইড আউট-এইচএসআইও, ইউএসএ), প্রফেসর ভায়াচেস্লাভ এম. শাভশুকভ (হায়ার স্কুল অফ ইকোনমিক্স, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ, ইনস্টিটিউট অফ এশিয়ান অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া), প্রফেসর ড. ভেরোনিকা উদেওগালানিয়া (মেডগার এভার্স কলেজ, সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক, ইউএসএ)। এই কনফারেন্সে মোট ৮০টি উপস্থাপনা থাকবে এবং অংশগ্রহণকারীরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্থান, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, পোল্যন্ডসহ ২০ টিরও বেশি দেশ থেকে আসছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com