শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই : আইজিপি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৬৬ বার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী ১৪ এপ্রিল দেশে উদযাপিত হওয়া বাংলা নববর্ষ পহেলা বৈশাখে কোনো নাশকতার আশঙ্কা নেই। পহেলা বৈশাখে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা বের হবে।

তিনি বলেন, সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে।

সোমবার বিকালে রাজধানীর বসুন্ধরা শপিংমলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, কোনো হুমকি থাকুক বা না থাকুক, সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, রমজান মাসে ঢাকা মহানগরীর সব শপিংমলে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয়ও তৈরি করা হয়েছে।

মানুষ যেন সহজে শপিংমলে আসা-যাওয়া করতে পারে, সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, আমাদের ট্রাফিক পুলিশরা সার্বক্ষণিক রাস্তায় থাকে, যাতে রমজানে নগরবাসীকে রাস্তায় ইফতার করতে না হয় এবং তারা সময়মতো তাদের বাড়িতে পৌঁছতে পারে।

তিনি বলেন, ঈদ ও পহেলা বৈশাখের আগে মানুষ যেন কেনাকাটা করতে পারে, সেজন্য ঢাকা শহর ছাড়াও সারাদেশের বিভিন্ন মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়া আমরা সব মার্কেটে নিরাপত্তা জোরদার করেছি। পুলিশের সকল ইউনিট জনগণকে নিরাপত্তা দিতে একযোগে কাজ করছে।

ব্রিফিংকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-উর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com