সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

নিউইয়র্কে সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের বাংলা বর্ষবরণ ১৩ মে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৬২ বার

জীর্ণ ও পুরাতনকে বিদায় জানিয়ে আনন্দ ও নতুন আশার বার্তা নিয়ে বাংলার ঘরে ঘরে আবার এলো নববর্ষ। নববর্ষকে ভিন্ন মাত্রা দিতে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ সম্মিলিতভাবে আয়োজন করতে যাচ্ছে সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ ১৪৩০।

এ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আমেরিকায় বসবাসরত বাংলাদেশের প্রসিদ্ধ সকল বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামি ১৩ মে বর্ষবরণের দিন এবং কুইন্সের ‘মেরি লুইস একাডেমি ভবন’ ভেন্যু নির্ধারণ করা হয়। দিনব্যাপী এই আয়োজনে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ করা হবে। প্রতিবছরের মত এবারও কমিউনিটির দুজন বরেণ্য ব্যক্তিকে দেওয়া হবে নববর্ষ পদক।

সভায় এই আয়োজনকে সফল করার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক নির্বাচিত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি শমিত মন্ডল এবং সাধারণ সম্পাদক দুররে মাকনুন নবনী সদস্য-সচিব। সহকারী আহবায়কের দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাঈদা আক্তার লিলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাবিনা শারমিন নিহার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি আব্দুল্লাহ জাহিদ এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ সভাপতি মিজানুর রহমান।

 

সভায় আরো ছিলেন জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আশুতোষ সাহা, আকতার আহমেদ রাশা এবং কোষাধ্যক্ষ প্রশান্ত মল্লিক অয়ন। বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে সকল বিশ্ববিদ্যালয় এলামনাইসহ সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com