প্রতি কেজি ইলিশ মাছের দাম ২৫০ টাকা ৩০০ টাকা। দিনাজপুরের ফুলবাড়ী পৌর মাছ বাজারে এ দামে কেনা যাবে ইলিশ। আজ বুধবার মাইকিং করে ইলিশ মাছ বিক্রির এমন প্রচার চালাতে দেখা গেছে ব্যবসায়ীদের।
মাইকিং শুনে ফুলবাড়ী পৌর শহরের মাছ বাজারে গিয়ে দেখা যায়, মালেক ও খট্টু নামের দুই ব্যবসায়ী প্রতি কেজি ইলিশ মাছ ২৫০ টাকা থেকে ৩০০ টাকা বিক্রি করছেন। তুলনামূলক দাম কম হওয়ায় ওই দুই দোকানে ক্রেতার সমাগমও অনেক।
ইলিশ মাছের দাম এত কম হওয়ার কারণ হিসেবে মাছ বাজারের অপর ব্যবসায়ী সোমবারু বলেন, এক কেজি বা তার একটু বেশি ওজনের ইলিশ ১ হাজার টাকা থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করা হয়। এক কেজি ওজনের বা বড় ইলিশ মাছের স্বাদ বেশি, যার কারণে দামও বেশি। তবে কম দামে যে সব ইলিশ বিক্রি হচ্ছে তা ছোট ইলিশ। এসব ইলিশ প্রতি কেজিতে ৪-৫টা হয় এবং হিমায়িত, তাই দাম কম।’