বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

দেশের সব স্কুল-কলেজে নববর্ষ উদযাপনের নির্দেশ মাউশি’র

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৭২ বার

সব মাধ্যমিক স্কুল ও কলেজে জাতীয় সঙ্গীত এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।
আজ মাউশি সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ১১ এপ্রিল মঙ্গলবার দেশের সব স্কুল ও কলেজে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে (৪ এপ্রিল) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করার নির্দেশ দিয়েছে।

এদিকে, গত ২০ মার্চ বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে অন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ইউনেস্কো’র ‘ইনটানজিবল কালচারাল হেরিটেজ’-এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করতে বলা হয়েছে। দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের নিয়ে নববর্ষের সকালে আবশ্যিকভাবে র‌্যালি বের করারও নির্দেশনা দিয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com