বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

নিউইয়র্কে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও বয়স্কদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৫৯ বার

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার, দোয়া মাহফিল এবং বয়স্কদের কুরআন তেলাওয়াত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এপ্রিল রোববার বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি হলে ধর্মীয় উদ্দিপনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  পবিত্র কুরআন তেলওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনটির সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির সঞ্চালনায় এ প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন মসজিদ বেলালের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম, পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের রশীদ, পার্কচেষ্টার ইসলামি সেন্টারের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক এবং বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, পিআইসি’র সভাপতি রাশেদুজ্জামান, স্টার্লিং ফার্মেসী এবং স্টারলিং ডায়গনস্টিকসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল হাসিম হাসনু, আবিরসহ নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ নেন। বিচারকগণ পাঁচজনকে বিজয়ী ঘোষণা করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে দেয়া হয় ৫০০ ডলার, দ্বিতীয় বিজয়ীকে ৩০০ এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী তিনজনকে ১০০ ডলার করে নগদ পুরষ্কার প্রদান করা হয়। সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা, দোয়া ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয় অনুষ্ঠানে। ইফতারের পূর্বে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের রশীদ।
ইফতার ও ডিনার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে খাবার সরবরাহ করে গোল্ডেন প্যালেস ক্যাটারিং। সুস্বাদু খাবার পরিবেশনের জন্য গোল্ডেন প্যালেসকে ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিরা।
বাংলাবাজারের ব্যবসায়ীরা ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার মাহফিলে।
বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদ চৌধুরী জাকি ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com