শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

রংপুরে গৃহবধূকে গলাটিপে হত্যা মামলায় স্বামী গ্রেফতার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৫৪ বার

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূ শিমু বেগমকে (২৩) গলাটিপে হত্যা মামলায় স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। ওই গৃহবধূকে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার রাতে র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান। এর আগে ওই দিন রাতেই তাকে জামালপুরের বকশিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার স্বামীর নাম দুলাল মিয়া (২৪)।

র‌্যাব সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দুলাল মিয়ার সাথে বিয়ে হয় শিমু বেগমের। বিয়ের সময় যৌতুক বাবদ একটি মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র ও নগদ দুই লাখ টাকাও দেয়া হয় দুলালকে। এরপর তিনি আরো এক লাখ টাকা যৌতুকের দাবি করে আসছিল। শিমুর পরিবার তা দিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত ৭ মার্চ শিমুকে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি মিলে তাকে মারধর ও পরে গলা টিপে হত্যা করেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে শিমুর মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় শিমুর বাবা মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। বিষয়টি ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে স্বামী দুলালকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে নজরদারি বাড়ানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছে, তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com