শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

শাহরিয়ার আলম ব্রাসেলসে ৩টি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৫১ বার

বর্তমানে ব্রাসেলসে অবস্থানরত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইউরোপীয় কমিশন ও ইইউ পার্লামেন্টের কর্মকর্তাদের সাথে পৃথক বৈঠক করেছেন।

মঙ্গলবার (২ মে) তিনি ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কমিটির চেয়ারম্যান বার্ন্ড ল্যাঙ্গের সাথে সাক্ষাৎ করেন; স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা জোহানসন এবং ইউরোপীয় কমিশনের সদর দফতরের ক্রাইসিস ম্যানেজমেন্টের কমিশনার জেনেজ লেনারসিক।

শাহরিয়ার এবং ল্যাঞ্জ বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে দক্ষ অভিবাসনের উপায় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী এবং জোহানসন পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক যেমন বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

শাহরিয়ারের সাথে সাক্ষাৎকালে লেনারসিক অনেক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বিশেষ করে রোহিঙ্গা ইস্যু এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করেছে।

বৈঠকে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি।

শাহরিয়ার বেলজিয়াম সফর শেষে ৫ মে লন্ডনে যাবেন এবং রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীতে যোগ দেবেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com