ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার-বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে। নির্বাচনে ১৮ হাজার ১৫০ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র এডভোকেট মুন্সি ফখরুল ইসলাম। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সূষ্ঠু নির্বাচন সম্পন্নের লক্ষে কাজ করছেন।
নির্বাচনে সাদা প্যানেল ও নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদা প্যানেলের সভাপতি পদে মো. মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. আহসান তারিক। আর নীল প্যানেলের সভাপতি প্রার্থী মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট মো. আবদুল কাদের, সহ-সভাপতি পদে মো. ইমাম হোসেন মঞ্জু, ট্রেজারার পদে মো. আনিসুর রহমান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে একেএম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক পদে মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা আক্তার রীতা, অফিস সম্পাদক পদে আবা খালেদ মাহমুদ দাইয়ান, ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম সুমন, সমাজকল্যাণ সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া, সদস্য পদে এএইচএম শফিকুল ইসলাম সোহাগ, মো. বাহারুল ইসলাম বাহার, মো. মাসুম মৃধা, মো. সাব্বির হোসেন, সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান মেরিন, মো. রমজান আলী সরদার রানা, এবিএম ফয়সাল সারোয়ার, মো. মাইন উদ্দিন, সুলতানা রাজিয়া রুমা এবং ইমতিয়াজ আহমেদ প্রিন্স।
অন্যদিকে নীল প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান আনিস, কোষাধ্যক্ষ পদে আব্দুল আল মামুন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক শাকেত উল্লাহ ভূইয়া (ছোটন), লাইব্রেরি সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে এইচএম মাসুম, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক মাহবুবু হাসান রানা, সদস্য পদে মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), মোছা. তাছলিমা আক্তার, কাজী আফরোজা সুলতানা (ইভা), ইয়াছিন মিয়া, মো. আব্দুল বাসেত রাখী, আজহার উদ্দিন রিপন, এমআরকে রাসেল, মো. তানভীর হাসান সোহেল, মো. হোসনী মোবারক, বাবুল আক্তার বাবু ও সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু)।