শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় পুলিশ পুরোপুরি সফল: আইজিপি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬৩ বার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। এদিক থেকে আমরা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো অবস্থানে আছি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় পুলিশ পুরোপুরি সফল। ভয় পাওয়ার কিছু নেই। আমরা অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে আছি।’

জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণ এক সঙ্গে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে দেশের মানুষও আমাদের সঙ্গে কাজ করেছে। দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রতিতে বিশ্বাস করে।’

পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আপনাদের উৎসব পালনে আমরা পাশে আছি। কোনো ধরনের সমস্যা হলে ৯৯৯-এ কল করে জানাতে পারবেন। নিরাপত্তাসহ যে কোনো ধরনের সহায়তার জন্য পুলিশ আপনাদের পাশে থাকবে।’

রোহিঙ্গা ও মাদককারবারিদের প্রসঙ্গে আইজিপি বলেন, ‘যখনই যে ঘটনা ঘটছে, প্রতিটি ঘটনায় যথাযথ ব্যবস্থা নিচ্ছি। প্রতিটি ঘটনায় সাফল্য রয়েছে। আপনারা দেখেছেন সাম্প্রতিক মাসগুলোতে অপরাধ কমে আসছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com