ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যদিও এদিন সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে মৃতের সংখ্যা কর্তৃপক্ষ দেওয়ার তথ্যের চেয়ে ছয় গুণ বেশি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জোর দিয়ে বলেছেন, তাদের দেওয়া তথ্য স্বচ্ছ এবং বিবিসির বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।
এর আগে সর্বপ্রথম ইরানের এক সাংসদ করোনাভাইরাসে মৃতের সংখ্যা লুকোনোর অভিযোগ তোলেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরে বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও উদ্বেগ প্রকাশ করে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিসিবি ফার্স জানিয়েছে, নিহতদের বেশির ভাগই দেশটির রাজধানী তেহরান এবং কোম শহরের। এই শহর দুটিতেই সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
চীনের পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইরানেই। ইতিমধ্যে দেশটির এক সাবেক রাষ্ট্রদূত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির উপ-রাষ্ট্রপতিও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এ ছাড়া দেশটিতে এখন পর্যন্ত ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।