মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

বাংলাদেশের স্থায়ী মিশনে মুক্তিযোদ্ধা কর্ণার প্রতিষ্ঠার দাবি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৫৯ বার

বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার‌্যান্স ১৯৭১, ইউএসএ আয়োজিত সভায় জাতিসংঘস্থ বাংলাদেশের স্থায়ী মিশনে মুক্তিযোদ্ধা কর্ণার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এ দাবির প্রেক্ষিতে মিশনে কর্মরত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বলেছেন, মুক্তিযোদ্ধাদের সন্মানে যা করার দরকার আমি তা করতে প্রস্তুত আছি। গত শনিবার জ্যাকসন হাইটসে বীর  মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়ার মৃত্যুতে গোলাম মেরাজ খানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মকবুল তালকদার। সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার‌্যান্স এর জেনারেল সেক্রেটারি ফারুক হোসেন। দোয়া পরিচালনা করেন আবুল কাশেম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুর রহমান,ভাইস কনসাল নাজমুল আহসান,মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন,আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী,কামরুজ্জামান হীরা,কবি হাসান আব্দুল্লাহ,মমতাজ শাহনাজ,বদরুজ্জামান খান,আহসান কিবরিয়া অনু,জয়নাল আবেদীন,শাহাদত হোসেন,আহনাফ আলম,কামাল উদ্দীন,শরাফ সরকার,মনির হোসেন মনির,আলী হোসেন কিবরিয়া,নুরুল ইসলাম, স্বীকৃতি বরুয়া,সালেয়া ইসলাম,এড.রুবাইয়া রহমান ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবুল।

 

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বারবার শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, বিএনপি জামাত ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধারা দেশে থাকতে পারবে না। আওয়ামী লীগ নেতাকর্মিদের নির্বিচারে হত্যা করবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com