কিছু দিন আগে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল।
আজ সোমবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালে বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলা করা হয়। তাবিথের পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম এহসানুর রহমান।
জানা গেছে, বিচারক এ বিষয়ে কোনো আদেশ দেননি। নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।