বান্দরবানের মিয়ানমার সীমান্ত সংলগ্ন রুমা উপজেলার সিলোপি পাড়া এলাকায় উগ্রবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা বিস্ফোরক আইডির বিস্ফোরণে সেনাবাহিনীর এক সৈনিক নিহত হয়েছে।
ওই সৈনিকের নাম তোজাম হোসেন (৩০)। তিনি রুমা সেনা জোনের ২৮ বীরে কর্মরত ছিলেন।
আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল মিয়ানমার সীমান্ত সংলগ্ন সিলপি পাড়া এলাকায় কেএনএফের একটি আস্তানায় অভিযান চালাতে গেলে সেখানে মাটিতে পুঁতে রাখা আআইভি এক্সপ্লোসিভ ইম্প্রভাইসড ডিভাইস বিস্ফোরণে এ সৈনিক মারাত্মক আহত হয়। তার দু’পা উড়ে যায়। তাৎক্ষণিক তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, সিলোপি পাড়ার আস্তানাটি দখল করে নিয়েছে সেনাবাহিনী। ওই আস্তানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র, বিস্ফোরক, সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
বিস্ফোরকে সৈনিক নিহতের ঘটনায় সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত সৈনিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, গত ১৬ মে মিয়ানমার সীমান্তের সুংসং পাড়ার কাছে জারুলছড়ি এলাকায় কেএনএফের পুঁতে রাখা বিস্ফোরণে ও গুলিতে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়।
বান্দরবানের দুর্গম এলাকায় কেএনএফের তৎপরতা বন্ধে সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি যৌথ অভিযান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে কেএনএফের ১৭ সদস্যকে আটক করা হয়েছে।