মানবদেহের ছিন্ন বিচ্ছিন্ন অংশে ভর্তি ৪৫টি ব্যাগ উদ্ধার করেছে মেক্সিকোর পুলিশ। এসব ব্যাগে ছিল নারী-পুরুষ উভয় লিঙ্গেরই বহু মানুষের দেহাবশেষ। বৃহস্পতিবার পশ্চিম মেক্সিকোর জলিসকো রাজ্যের একটি গিরিখাত থেকে দেহগুলি উদ্ধার হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে জানানো হয়, মূলত এক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিলেন একটি কল সেন্টারের সাত কর্মী। তাদের মধ্যে ৫ পুরুষ এবং দুই নারী। নিখোঁজদের সন্ধানে তল্লাশিতে নেমে অবশেষে এই বিশাল অপরাধের সন্ধান পেলো পুলিশ। মেক্সিকোর সরকারি প্রসিকিউটরের কার্যালয় একটি বিবৃতিতে বলেছে, মানুষের দেহাবশেষ রয়েছে এমন ৪৫টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগ থেকে পুরুষ ও মহিলা উভয়ের দেহাংশ বের হয়েছে। মঙ্গলবার গুয়াদালাজারার শহরতলির জাপোপান পৌরসভার একটি কারখানার কাছে একটি গিরিখাতের ১২০ ফুট গভীরে এই মরদেহভর্তি এই ব্যাগগুলো উদ্ধার করা হয়।
মেক্সিকোর পুলিশের তরফে জানানো হয়েছে, দু’জন নারী এবং পাঁচজন পুরুষ গত ২০মে থেকে নিখোঁজ ছিলেন। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছিল তদন্তকারীরা।
কর্তৃপক্ষ জানিয়েছে যে, ব্যাগে পাওয়া মানবদেহাবশেষের মধ্যে কিছু সম্প্রতি নিখোঁজদের সঙ্গে মিলে গেছে। অগ্নিনির্বাপক ও সিভিল ডিফেন্স একটি হেলিকপ্টার দিয়ে দেহাবশেষগুলো উদ্ধারে কাজ করছে। সামনেও আরও তল্লাশি অব্যাহত থাকবে। মেক্সিকো জুড়ে বর্তমানে এক লাখ ১০ হাজার জন মানুষ নিখোঁজ রয়েছেন। ফেডারেল সরকারের তথ্য অনুসারে জালিস্কো হল নিখোঁজদের হিসেবে সবার উপরে। শুধু এই রাজ্যেই ১৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। পুরো মেক্সিকোজুড়েই মর্গ ও কবরস্থানে হাজার হাজার অজ্ঞাত মানুষের দেহাবশেষ রয়েছে।