সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

লালমনিরহাটে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১০৯ বার

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পাথরবাহী ট্রাক এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (২ জুন) রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিক নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এ দুর্ঘটনায় গুরুতর আহত আরো দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি শিশু নিখোঁজ থাকায় পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক অপরদিক থেকে আসা পাটগ্রামগামী একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। সিএনজিতে ড্রাইভারসহ সাতজনের মতো যাত্রী ছিল বলে তারা জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: হাবিবুর রহমান ঘটরার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, যারা মারা গেছেন তাদের লাশ থানায় নেয়া হচ্ছে এবং নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com