বরিশালের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস সকালে ভোট দেয়া শেষে সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, ভোটারদের ভোট দিতে নিরুৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, ‘সকালটা শুরু হয়েছে বিড়ম্বনা দিয়ে। সকালেই ফোন পেয়েছি সাড়ে ৭টায়। আওয়ামী লীগের ছেলেরা ২২ নম্বর ওয়ার্ডে কাজীপাড়ার সব মহিলাদের ফিরিয়ে দিচ্ছে। বলছে আপনাদের ভোট দেয়ার দরকার নাই। বিষয়টি আমি বিজিবি প্রধান ও পুলিশ কমিশনার সাহেবকে জানিয়েছি। তারা ফোর্স পাঠিয়েছেন।’
আবার ইভিএমে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে আসলাম ভোট দিতে। এসে আমার ফিঙ্গার মিলছে না। প্রিজাইডিং অফিসার নিজের ক্ষমতায় ওপেন করে দিয়েছেন, আমি ভোট দিয়েছি। বাদবাকি ঠিক আছে।’
তবে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেয়ার কথা জানান তিনি।
‘যদি দেখি কোথাও কোনো অন্যায় হচ্ছে না, তাহলে ভোটের ফল যাই হোক না কেন আমরা মেনে নেব’, বলেন তিনি।
সূত্র : বিবিসি