বিনোদন অঙ্গনে বর্তমান সময়ে পরিচিত এক নাম ‘ওয়েব সিরিজ’। বিশ্বজুড়ে এর জোয়ার চলছে। পিছিয়ে নেই বাংলাদেশও। দেশীয় অঙ্গনের অনেক তারকাই এরইমধ্যে নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। অভিনয় করতে যাচ্ছেন ‘ঘোলা’ নামে পাঁচ পর্বের ওয়েব সিরিজে। এটি নির্মাণ করবেন তানিম পারভেজ।
শিমু বলেন, ‘ব্যস্ততার কারণে অভিনয়ে এখন নিয়মিত সময় দিতে পারি না। তবে অভিনয়ের প্রতি আমার ভালোবাসা সব সময়ই ছিল, থাকবে। তাই সময় সুযোগ পেলেই কাজ করা শুরু করি। বর্তমান সময়ে ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই মাধ্যমে কাজ করার আগ্রহ ছিল। সেটি এবার পূরণ হতে যাচ্ছে। খুব শিগগিরই এর শুটিং শুরু করবো।’
এদিকে, সুমাইয়া শিমু শেষ করেছেন ‘তিথীর সারা জীবন’ শিরোনামে একটি খণ্ড নাটকের কাজ। আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি নির্মাণ করছেন সীমান্ত সজল। অভিনয়ের বাইরে শিমু ব্যস্ত আছেন নারী উন্নয়নমূলক নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘বেটার ফিউচার ফর উইমেন’ নিয়ে।