করোনাভাইরাসে শুধু চীন নয়, পুরো বিশ্বই তটস্থ। মরণঘাতী এ ভাইরাসের আতঙ্কে নানা অদ্ভুত ঘটনাও ঘটছে। এবার লিথুনিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ভেবে এক নারীকে টয়লেটে আটকে রাখলেন তার স্বামী।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির স্ত্রী সম্প্রতি ইতালি সফর করেন। ইতালিতে তিনি এক চীনা নারীর সঙ্গে সাক্ষাত করেন। আর এরপরই বাড়ি ফিরে এলে করোনাভাইরাসে তার স্ত্রী আক্রান্ত হয়েছেন বলে সন্দেহের সৃষ্টি হয়।
স্ত্রীকে আটকে রাখা ওই স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীকে ফোনে এক চিকিৎসক পরামর্শ দিচ্ছিলেন। করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়তে তাই তাকে টয়লেটে আটকে রাখা হয়েছিল।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম শনাক্ত হয় মরণঘাতী করোনাভাইরাস। সারা বিশ্বে ৯২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮০ হাজারের বেশি চীনের নাগরিক। করোনাভাইরাসে সারা বিশ্বে ৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন, যার অধিকাংশই চীনের নাগরিক।