লুকিয়ে ব্রাজিল ছেড়ে জাল কাগজপত্র নিয়ে প্যারাগুয়ে ঢোকায় রোনালদিনহোকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে প্যারাগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির ভার্সাস পত্রিকা জানিয়েছে, ব্রাজিলিয়ান মহাতারকার হোটেল রুমে তল্লাশি চালিয়ে জাল পাসপোর্ট ও অন্যান্য ভুয়া কাগজ পেয়েছে প্যারাগুয়ে পুলিশ।
ন্যাশন গ্রুপ সংবাদমাধ্যমের সাংবাদিক অ্যাঞ্জেলিকা হিমেনেজ বলেছেন, রোনালদিনহো ও তার ভাই রবার্তোর বিরুদ্ধে জাল কাগজপত্র দেখিয়ে প্যারাগুয়ে প্রবেশের অভিযোগ করা হয়েছে। দেশটি প্রবেশের সময় তারা যে কাগজপত্র দেখিয়েছে, সেগুলো দেখে সন্দেহ হয়েছিল দেশটির অভিবাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পরে পুলিশ বিভাগের সহযোগিতায় গতকাল সাবেক বার্সেলোনা খেলোয়াড়ের প্রেসিডেনশিয়াল স্যুটে তল্লাশি চালানো হয়।
খবরে জানা যায়, ব্রাজিলিয়ান মহাতারকা ও তার ভাই প্যারাগুয়ের পাসপোর্ট নিয়ে সে দেশে ঢুকেছেন। রোনালদিনহোর পাসপোর্টে তার নাম, জন্মস্থান ও জন্মতারিখ-সবই ঠিক আছে। শুধু তার নাগরিকত্ব প্যারাগুয়ের লেখা ছিল।
২০১৮ সালের নভেম্বরের পর থেকে নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়েছেন রোনালদিনহো। দেশটির লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল এবং সেইসঙ্গে তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল।
জরিমানা দেওয়ার সময়ই দেখা গেছে, একসময় পুরো পৃথিবী যার পায়ের ছন্দে নেচেছে, তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৬ ডলার ৫৯ সেন্ট আছে! সে সময় রোনালদিনহো জরিমানা দিতে সক্ষম না হওয়ায় তার পাসপোর্ট ফিরে পাননি। ফলে দেশ ছাড়ার উপায়ও তার বন্ধ হয়ে গেছে।
কিন্তু প্যারাগুয়েতে একটি দাতব্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে যাওয়ার জন্য এবার জাল কাগজপত্র সৃষ্টি করেছেন রোনালদিনহো। আর এতেই পড়েছেন মহাবিপদে। কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন কী ব্যবস্থা নেয় এবং রোনালদিনহো কী শাস্তি পান, সেটাই এখন দেখার অপেক্ষা।