মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিন্ডিকেট করে দাম বাড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চুরি করা ভারতীয় চিনি ছিনতাই করতে গিয়ে বিএনপির ২ নেতা আটক শহিদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলা ঊর্মির এবার দেশত্যাগে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন, চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাত, নারী-শিশুসহ নিহত ১৬ থানায় ধর্ষণের অভিযোগ করা নারী খুন, গ্রেপ্তার পুলিশ চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশের ব্যাখ্যা দিলেন আবদুল মুয়ীদ তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি পিরিয়ডের সময় যেসব খাবার খাবেন

আ’লীগ দেউলিয়া দল, গণতন্ত্রে বিশ্বাস করে না : রবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ২৬৭ বার

ঢাকা-১০ আসনের উপনির্বাচনের বিএনপি মনোনিত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, আওয়ামী লীগ জনগণের শক্তির কাছে পরাজিত হবেই। তিনি বলেন, নৌকা প্রতীক মানে এমপি। বাংলাদেশে এই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে বিধায় অরাজনৈতিক ব্যক্তিরা এমপি হতে চায়। রাজনীতি করে পার্লামেন্টে সংসদ সদস্য হতে হয় সেটা আওয়ামী লীগের মধ্যে নাই। বর্তমানে জাতীয় সংসদে ৬৯ শতাংশ অরাজনৈতিক ব্যক্তি সংসদ সদস্য। এটা কেন হলো? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ ধেকে রাজনীতি নির্বাসত করতে চায়। আওয়ামী লীগ নিজেরাও রাজনীতি করে না। অন্য দলগুলোকেও রাজনীতি করার সুযোগ দিচ্ছে না।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্রসরোবর এলাকায় প্রাত:ভ্রমণকারীদের সাথে গণসংযোগ এবং লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ সময়ে ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদত শাহাদাৎ হোসেন সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি গড়ে উঠেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব, আদর্শ ও সততায়। এই দলের নেতাকর্মীদের যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা কোনো ব্যাপার না। আমরা এও জানি কিভাবে আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হয়। কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে। এই উপনির্বাচনে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ত্যাগ স্বীকার করবে।

ধানের শীষের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রবি বলেন, জয় নিয়ে আমি চিন্তিত নয়। আমি একটা বিষয়ে চিন্তিত, তা হলো আওয়ামী লীগ কিভাবে তাদের দেউলিয়াত্ব প্রকাশ করবে। তারা কি ক্ষমতালোভী রাজনীতি অব্যাহত রাখবে; নৌকা বিজয়ী করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করবে। যদি করে তাহলে আমাদের প্রতিবাদ ও প্রতিরোধের দায়িত্ব বেড়ে যাবে। এমনও হতে পারে ঢাকা-১০ আসন থেকে শুভ সূচনা শুরু হতে পারে বিএনপির।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দানবীয় আচরণ করছে বলে বিএনপি দানবীয় আচরণ করবে এমন নয়। আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে বলেই জনগণ তাদরে বিরুদ্ধে ফুসে উঠবে। জনগণই বিএনপির মূল শক্তি। জনগণ ফুসে উঠবে না এমন ভাবার কারণ নেই। জনগণ ফুসে উঠবেই। জনগণ ফুসে উঠার প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ জনগণের শক্তির কাছে পরাজিত হবেই। তাদের সকল অপকর্মের জবাব জনগণের কাছে দিতেই হবে।

বিএনপির এই প্রার্থী বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে জনমত গঠন করছি। উজ্জীবিত করছি। জনগণ সরকারের দুঃশাসনের যে প্রতিবাদ প্রতিরোধ করবে তার জন্য ক্ষেত্র তৈরি করছি। গত ১১ বছর যাবৎ বিএনপি বসে নেই বিধায় আওয়ামী লীগ আজ পরাজিত শক্তি। রাষ্ট্র ক্ষমতায় থাকা মানে জয় না। আদর্শিক ভাবে আওয়ামী লীগ পরাজিত শক্তি। আওয়ামী লীগের প্রতি জনগণের কোনো আস্থা নেই। কারণ তারা মানুষের উপর দুঃশাসন চালিয়েছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। অপশাসন, দুঃশাসন ও দুর্নীতি তাদের মূলনীতি। আওয়ামী লীগ একটি দেউলিয়া দল। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এদেশের জনগণ সেটারও অবসান ঘটাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com