সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে তিনটার দিকে উপজেলার বিছনাকান্দি সংলগ্ন আনফরের ভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রুস্তমপুর ইউনিনের কুনকিরি গ্রামের মৃত আব্দুল করীমের ছেলে নুরমিয়া (৫০) ও একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে শরীফ উদ্দিন উরফে ময়না মিয়া (২৮)। এসময় একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের আব্দুল আলীর ছেলে আমির উদ্দিন (২৫) ও আব্দুল গফুরের ছেলে জামাল উদ্দিন আহত হন।
স্থানীয়রা জানায়, ভোরে তারা গরু চরাতে আনফরের ভাঙ্গা নামক স্থানে উপস্থিত হন। হঠাৎ বজ্রপাত হলে নুরমিয়া ও ময়না মিয়া ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত শরীফ উদ্দিন ও আমির উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে সিওমেক হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা রাখাল। ভারতীয় গরু চরিয়ে জীবিকা নির্বাহ করতেন।
গোয়াইনঘাট থানার এসআই জুনেল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।