শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

আঁখির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫৭ বার
ছবি : সংগৃহীত

 

সেন্ট্রাল হাসপাতালে ডেলিভারির সময় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর মা মাহবুবা রহমান আঁখির (ইডেন মহিলা কলেজের ছাত্রী) মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

এ সময় তারা সেন্ট্রাল হসপাতালের লাইসেন্স বাতিলসহ ৪ দফা দাবি জানান। একইসাথে দাবি বাস্তবায়নে তারা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে।

সোমবার (১৯ জুন) হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

দাবিগুলো হলো-
১. ভুল চিকিৎসার মাধ্যমে নবজাতক ও আঁখিকে হত্যাকারী ডাক্তার সংযুক্তাসহ জড়িতদের গ্রেফতার করতে হবে।

২. সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিল করে পরিচালককে গ্রেফতার করতে হবে।

৩. দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে মনিটরিং সেল গঠনের মাধ্যমে সকলের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

৪. সেন্ট্রাল হাসপাতাল থেকে আঁখির পরিবারকে ২ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
এ সব দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করা না-হলে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com