শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

আবারও রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৫০ বার
ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৫৫টি কেন্দ্রের ফলে লিটন পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট। অন্যদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৩৯৩ ভোট।

এর আগে শান্তিপূর্ণভাবে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। আজ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সবগুলো কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে।

এদিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় নির্বাচনে সব কেন্দ্রের ভোট পরিস্থিতির ওপর নজর রাখে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে দুই সিটি নির্বাচনের ভোট মনিটরিং করা হয়।

রাজশাহী সিটিতে  মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ, ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন মহিলা এবং ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। রাজশাহী সিটিতে মেয়রপ্রার্থী ৪ জন, ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১১ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম এবং জাকের পার্টির মো. লতিফ আনোয়ার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com