জরুরি সাহায্যের কল পেয়ে ছুটে গিয়েছিলেন তিনি। কিন্তু ততক্ষণে সাহায্যপ্রার্থী পরলোকে পাড়ি দিয়ে ফেলেছেন। এত কষ্ট করে ছুটে গিয়েছিলেন তিনি, কিছু তো করতেই হবে। আর তাই তিনি মৃত ব্যক্তিটির দুটি ক্রেডিট কার্ড চুরি করে নিয়ে গেলেন। কার্ড চুরি করেই ক্ষান্ত হননি, সেগুলো যত তাড়াতাড়ি ব্যবহারে যত বেশি পণ্য কেনা যায়, সেই চেষ্টাও করেছিলেন তিনি। কাজটি করেছেন ব্রঙ্কসের ফায়ার সার্ভিসকর্মী সাইলাস ম্যাকেঞ্জি। তবে তিনি ধরা পড়েছেন। এখন বিচারের মুখোমুখি রয়েছেন।
ঘটনাটি অবশ্য একেবারে সাম্প্রতিক সময়ের নয়। ২০২১ সালের ১১ জানুয়ারি রাতে ঘটেছিল। ৩৩ বছরের ম্যাকেঞ্জি ৯১১-এর ফোন পেয়ে ম্যানহাটানের টার্টল বে অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন। তিনি চার বছর ধরে নিউইয়র্ক সিটির দমকল বাহিনীতে চাকরি করেছিলেন।
ব্রঙ্কস ডিস্টিক্ট অ্যাটর্নি ড্যারসেল ক্লার্কের তথ্যানুযায়ী, ম্যাকেঞ্জি যখন ঘটনাস্থলে পৌঁছেছিলেন, ততক্ষণে সাহায্য প্রার্থনাকারী ব্যক্তিটি মারা গিয়েছিলেন। ম্যাকেঞ্জি সেখানে পৌঁছার আগেই আরো কয়েকজন সাহায্যকারী ছুটে গিয়েছিলেন। মৃত ঘোষণার পর তারা তখন বাড়িটি সিলগালা করার কাজে নিয়োজিত ছিলেন। এই ফাঁকে মৃত ব্যক্তির আমেরিকান এক্সপ্রেস কার্ড ও মাস্টারকার্ড নিয়ে কেটে পড়েন ম্যাকেঞ্জি। পরে উদ্ধারকর্মীরা বুঝতে পারেন যে, লোকটির ক্রেডিট কার্ডগুলো চুরি হয়েছে।
ম্যাকেঞ্জি ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করে প্রায় এক হাজার ডলারের বিভিন্ন সামগ্রী কিনেছিলেন। ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করতে তিনি বেশি সময় নেননি। পরের দিন সকাল ৯টা থেকে ১১টার মধ্যেই তিনি বিভিন্ন দোকানে ছুটে যান কেনাকাটা করার জন্য। তিনি যেসব স্থানে গেছেন তার মধ্যে রয়েছে সুনোকো গ্যাস স্টেশন, ফুড বাজার সুপারমার্কেট ও টার্গেট। টার্গেট থেকে তিনি এয়ারপডও কেনার চেষ্টা করেছিলেন।
গত সপ্তাহে ম্যাকেঞ্জির বিরুদ্ধে চুরি, অসদাচারণসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর তার আবার আদালতে ফেরার কথা রয়েছে।