রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে ৩৫ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া নৌকায় ছিল বরযাত্রী। নৌকাডুবির পর নিখোঁজ ২৫ জনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং বিজিবি সদস্যরা।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, চরখিদিরপুর এলাকায় বৌভাতের অনুষ্ঠান শেষে কনে নিয়ে বর পবা উপজেলার ডাইংপাড়ায় যাচ্ছিল। দুটি নৌকায় ৩৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় দুই নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায়।
আবদুর রউফ আরও জানান, নৌকাডুবির পর ১৭ জনকে জীবিত পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শিশু মরিয়র (৮) মারা যায়। বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।