আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ২৭ জন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ। হামলায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।
আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র জানান, সমাবেশে আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নিয়েছিলেন। তার মধ্যে আব্দুল্লাহ আব্দুল্লাহ নিজেও উপস্থিত ছিলেন। বন্দুকধারীরা প্রথমে রকেটের গোলাবর্ষণ করে পরে রাইফেল দিয়ে গুলি চালায়।
আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র ফারিদুন কাওয়াজুনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ যেখানে বসেছিলেন তার কাছাকাছি এসে একটি রকেটের গোলা পড়ে এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা গুলি চালায়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিম জানিয়েছেন, হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। হামলার খবর শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। পার্সটুডে।