বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

সিলেটে বাসচাপায় নারীসহ নিহত ২

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৫৭ বার
প্রতিক ছবি

সিলেটের ওসমানীনগর উপজেলায় বাসের চাপায় টমটমচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে এক নারীসহ অন্তত পাঁচজন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টমটমচালক জুয়েল মিয়া (২২) মৌলভীবাজারের শেরপুর নতুন বস্তির ইজ্জত আলীর ছেলে ও আসমা বেগম (৪৫) উপজেলার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মিতালী বাসটি শেরপুর সেতু পার হয়ে টোলপ্লাজার একটু সামনে একটি ব্যাটারিচালিত-টমটমকে চাপা দেয় এবং এরপরই বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালক জুয়েল মিয়া ও যাত্রী আসমা বেগমের মৃত্যু হয় এবং টমটমে থাকা আরেক নারী যাত্রী সহ বাসে থাকা আরো পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com