চতুর্থবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে জন্ম নিল ১৬টি অজগর ছানা। ইনকিউবিটরে রাখা ২২টি ডিম থেকে এসব অজগর ছানা জন্ম নেয়।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিড়িয়াখানায় অজগরের দেওয়া ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে রাখার ৬০-৬৫ দিন পর ১৬টি ছানার জন্ম হয়েছে। জন্ম নেওয়া অজগর ছানাগুলো ১৫ দিন পর চামড়া বদল করবে।
তিনি আরও জানান, পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করলেই জেলা প্রশাসকের অনুমতি নিয়ে অজগর ছানাগুলো সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।
২০১৯, ২১ ও ২২ সালে যথাক্রমে ২৫, ২৮ ও ১১টিসহ মোট ৬৪টি অজগরের বাচ্চা ফুটানো হয়, যা তিন দফায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
২০১৯ সালে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের দেওয়া ডিম ইনকিউবেটরে সংরক্ষণ করে অজগর ছানা প্রজনন শুরু হয়। প্রথমবার জন্ম নেওয়া ছানাগুলো প্রায় তিন মাস পর্যবেক্ষণে রাখা হয়েছিল।