মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যানকে গণসংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৬২ বার

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র এসেছেন। শনিবার (১ জুলাই) রাত ১১টার দিকে তিনি নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে সিলেটের প্রবাসীরা বিশেষ করে প্রবাসী বিয়ানীবাজারবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে নাসির উদ্দিন খান খানের যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারবাসীর আয়োজনে সার্বজনীন গণসংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আয়োজনটিকে সফল করতে গত ২৭ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটির ওজন পার্কের দেশী সিনিয়র সেন্টারে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সকলে মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় বিভিন্ন আলোচনার পর আগামী ৯ জুলাই দেশী সিনিয়র সেন্টারে সন্ধ্যায় অনুষ্ঠানটি আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত। অনুষ্ঠান সফল করতে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান এবং সদস্য সচিব বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মোস্তফা কামাল।
সভায় অন্যান্যদের মধ্যে জালালাবাদ এসোসিয়েশন-এর সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বদরুল হক, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, আহমদ মোস্তফা বাবুল, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ, খাসাড়ীপাড়া সোসাইটি সভাপতি শামসুল আবদীন, হাজী নিজাম উদ্দিন, প্রফেসর কামাল আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মর্তুজা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জামাল আহমদ, আমিনুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ আলিম, সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাব্বির আহমেদ, সারোয়ার হোসেন, মস্তাক আহমদ, ইফতেখার হোসেন নাজু, বিয়ানীবাজার সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল আলম অপু, জালালাবাদ এসোসিয়েশনের প্রচার সম্পাদক ফয়ছল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এডভোকেট নাসির উদ্দিন খান জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এটা তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। তাকে বরণ করে নিতে দলীয়ভাবে এবং তার নির্বাচনী এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসীদের আয়োজনে একাধিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনেরও প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com