বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

নিউইয়র্কে কুমিল্লা বিভাগের দাবিতে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৬৪ বার
কুমিল্লা নামে বিভাগের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় সর্বদলীয় প্রবাসী নেতৃবৃন্দের অংশগ্রহনে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস নবান্ন পার্টি হলে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক সারোয়ার খান বাবুর সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব সাংবাদিক এসএম সোলায়মানের সঞ্চালনায় নিউ ইয়র্কে বসবাসরত বৃহত্তর কুমিল্লার সর্বদলীয় শতাধিক নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করে কুমিল্লা নামে বিভাগের দাবি জানান।
সভাপতিসহ বক্তাগণ এক বাক্যে বলেন, কুমিল্লা নামে বিভাগের পক্ষে একমাত্র জোরালো ভূমিকা রাখছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহার উদ্দিন বাহার। জাতীয় সংসদে তিনি একাধিকবার কুমিল্লা নামে বিভাগের দাবি তুলেন। কিন্তু দু:খের বিষয় বৃহত্তর কুমিল্লার একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও অন্যান্য সংসদ সদস্যরা এই বিষয়ে কোন কথাই বলছেন না। হাজী বাহার বিগত ১৫ বছর ধরে জাতীয় সংসদ এবং সংসদের বাইরে দাবীর পক্ষে সোচ্ছার রয়েছেন। শুধু তাই আমরা টেলিভিশন লাইভে দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও তিনি কুমিল্লা বিভাগের দাবি নিয়ে ১০ মিনিট যুক্তি এবং পালটা যুক্তিতর্ক করেছেন। এমনিভাবে জেলার সকল মন্ত্রী ও সাংসদ বা কুমিল্লার সকল দলের রাজনৈতিক নেতারা দাবী তুললে বহু আগেই কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন হতো। যুক্তরাষ্ট্র প্রবাসীদের উচিত নিজ নিজ এলাকার সাংসদ ও জাতীয় নেতৃবৃন্দের সাথে এই দাবি নিয়ে যোগাযোগ রক্ষা করা।
বক্তারা বলেন, বৃহত্তর কুমিল্লাবাসী একজোট হলে সরকার অবশ্যই কুমিল্লা নামেই বিভাগ দিবে। ধারাবাহিক ভাবে স্বারকলিপি, গণ স্বাক্ষর, মানববন্ধনসহ আগামীতে আরও আরো কর্মসূচির ঘোষণা দেয় কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটি, যুক্তরাষ্ট্র।
গণসমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড মেম্বার ও বৃহত্তর কুমিল্লার সাবেক সভাপতি এমদাদুল হক কামাল, বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপের সভাপতি মূলধারার নেতা জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির যুগ্ন সম্পাদক ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার বাবুল চৌধুরী, তপন জামান, নিউইয়র্কে কুমিল্লা মহানগর সভাপতি আনোয়ারুল ইসলাম রুমি, বৃহত্তর কুমিল্লার সাবেক সসহসভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, কুমিল্লা সোসাইটি নর্থ সাবেক সভাপতি প্রফেসর মনির খান, রুপসী চাঁদপুর সভাপতি ফখরুল ইসলাম মাসুম, শাপলা ওয়েল ফেয়ার সোসাইটির  সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন, কুমিল্লার সাবেক কৃতি ফুটবলার লিটন ভূইয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুস সবুর, ওয়াল্ড ট্রাভেল এন্ড টুর সিইও শামছুদ্দিন বশির, বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ডালিম, নারায়নগঞ্জ জেলা নেতা রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাইন উদ্দিনসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। ছাড়াও গণসমাবেশে অন্যান্য জেলার নেতৃবৃন্দ কুমিল্লা নামে বিভাগের দাবীর সমর্থনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com