মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

চলতি বছর যুক্তরাষ্ট্রে গণহত্যার রেকর্ড: এপি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৫৮ বার

চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে গণহত্যার রেকর্ড হয়েছে। ২০২৩ সালে প্রথমার্ধে (ছয় মাস) দেশটিতে ২৮টি গণহত্যা সংগঠিত হয়েছে।

এই সময়ে ১৪০ জন এসব হত্যকাণ্ডের বলি হয়েছে। এই বিশ্লেষণে যে হত্যকাণ্ডে চার বা তার অধিক মানুষ প্রাণ হারিয়েছেন তাকেই ‘গণহত্যা’ বলে বিবেচনা করা হয়েছে।

এই রেকর্ডকে ভয়ংকর মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন, স্কুলে গণহত্যার শিকার হওয়া সন্তানের পিতা ব্রেন্ট লিয়াথারউড। তিনি বলেছেন, ‌‘আপনি কখনো চিন্তাই করতে পারবেন না যে আপনার পরিবারের সন্তানেরা এমন পরিসংখ্যানের অংশ হোক।’

 

মার্কিন সংবাদ সংস্থা এপি আজ শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে। তারা বিষয়টি নিয়ে কাজ করেছে নর্থইস্টার্ন ইউনিভার্সিটির সাথে। তারা ২০০৬ সাল থেকে এ ধরনের হত্যাকাণ্ডের খোঁজখবর রেখে আসছে।

২০২২ সালের দ্বিতীয় ছয় মাসে যুক্তরাষ্ট্রে এ ধরনের ২৭টি গণহত্যার ঘটনা ঘটেছিল। নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধ বিজ্ঞানের অধ্যাপক জেমস অ্যালান ফক্স বলেছেন, তিনি যখন পাঁচ বছর আগে এই ধরনের তথ্য সংগ্রহ শুরু করেন তখন তিনি ভাবতেও পারেননি যে এই ঘটনা এমন ভয়াবহ রূপ ধারণ করবে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com