শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১২ অপরাহ্ন

সৌদিতে কারখানায় আগুন : ৯ বাংলাদেশীর মৃত্যু

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৪০ বার
ছবি - ইন্টারনেট

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আল-হফুফ শহরের বাণিজ্যিক এলাকায় একটি ফার্নিচার ওয়ার্কশপে আগুন লেগে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। অপর দু’জনের পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

যাদের পরিচয় জানা গেছে তারা হলেন আরিফ মো: সাহাদাত, (পিপিএন- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার, (পিপিএন-২২৪৭৪৩৯৮৫০), মো: শাকিল প্রামাণিক, (পিপিএন-২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম, (পিপিএন-২৫২৯৯২২৩২৬), রুমান (পিপিএন-২৫২৯৯২২৩২৬), মো: ফিরোজ সরদার আলী, (পিপিএন-২৪৯৩২১৭৯৬৮), এবং মো: রব হোসেন, (পিপিএন-২৪৩৭৭৯৫৪২৬০)।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে দু’জন কিং ফাহদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এবং নিহতদের লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রেস উইং বলেছে, ‘আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এছাড়া দূতাবাসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।’

ফখরুল ইসলাম বলেন, সব আইনি প্রক্রিয়া শেষে লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com