জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২০১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৫২ রানে অল আউট হয়ে যায় জিম্ববাবুয়ে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে তিনাশে কামুন হুকামুয়ের ব্যাট থেকে।
এছাড়া ব্রেন্ডন টেলর (১), ক্রিগ এরভিন (৮), শন উইলিয়ামস (২০), উইসলে মাধেভেরে (৪), সিকান্দার রাজা (১০), রিচমন্ড মুতুম্বামি (২০), টিনোটেন্ডা মুতোম্বোজি (২), ডোনাল্ড টিরিপানো (২০), চার্ল মুম্বা (২৫) ও এপোফু (নটআউট) (২) রান করেন।
টাইগারদের হয়ে আমিনুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। এছাড়া শফিউল ইসলাম, আফিফ রহমান, সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ২০০ রান করে বাংলাদেশ। দলের হয়ে সরে্বাচ্চ ৬২ রান করেন সৌম্য সরকার।
এছাড়া তামিম ইকবাল ৪১, লিটন দাস ৫৯ ও মাহমুদুল্লাহ অপরাজিত ১৪ রান করেন।
জিম্বাবুয়ের সিকান্দার রাজা, এমপোফু, মাধেভেরে ১টি করে উইকেট নেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের দু’ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে মারকুটে ব্যাটিং শুরু করেন দুই টাইগার ওপেনার। ৯২ রানের রেকর্ড গড়া জুটি গড়েন তারা।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইট করার প্রত্যয় মাহমুদুল্লাহদের। সে লক্ষে ১-০ তে এগিয়ে গেল মাহমুদুল্লাহর দল।