মাঝ আকাশে অসুস্থ পাইলট, হাল ধরলেন নারী যাত্রী, এরপর…
এনবিডি নিউজ ডেস্ক :
আপডেট টাইম :
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
৭৩
বার
ছবি সংগৃহীত
নিউইয়র্কে একটি ছোট বিমান অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এমন সময় হুট করেই অসুস্থ হয়ে পড়েন সেই বিমানের পাইলট। এমন পরিস্থিতিতে আতঙ্ক দেখা দেয়। তবে সেইসময় হাল ধরেন এক নারী যাত্রী।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ৭৯ বছর বয়সী ওই পাইলট আচমকাই অসুস্থ হয়ে পড়লে ৬৮ বছরের এক নারী যাত্রী চালকের আসনে বসেন। অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেই বিমানটিকে নিরাপদে অবতরণের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত বিমানটি মুখ থুবড়ে পড়ে মাটিতে।
বিমানটি নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টি থেকে উড্ডয়ন করেছিল। শেষ পর্যন্ত ম্যাসাচুসেটসের ভাইনইয়ার্ড বিমানবন্দরের কাছে ওই নারী যাত্রীর তত্ত্বাবধানে বিমানটি মুখ থুবড়ে পড়ে। বিমানটির ডানদিকে ডানা ভেঙে দুই টুকরো হয়ে গেছে।
দেশটির পুলিশ বিমানটি নাম ও ওই জনের নাম পরিচয় প্রকাশ করেনি। বিমান অবতরণের পর দুইজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।