কক্সবাজারের টেকনাফ থেকে আরাকান স্যালভেশন আর্মি (আরসার) সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে (৩২) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২১জুলাই) রাত ১০টার দিকে টেকনাফ শামলাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক নূর মোহাম্মদ আরাকান স্যালভেশন আর্মি (আরসার) সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে র্যাব।
তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদের ধরতে অভিযান এখনো অব্যাহত আছে।
র্যাব-১৫ -এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু ছালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি সন্ত্রসীদের আটকে আমাদের অভিযান এখনো চলছে।
সূত্র : ইউএনবি