প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে আয়োজিত গ্লোবাল কনভেনশন সফল করতে বৈঠক করেছে আয়োজকদের বাংলাদেশ টীমের সদস্যরা। এসময় কনভেনশন সফলে নানা উদ্যেগ ও কর্মসূচী চূড়ান্ত করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ টীমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিনের গুলশানের বাসায় এ বৈঠক হয়।
এতে অংশ নেন বাংলাদেশ টীমের সদস্য আশফাক আহমেদ, আসলাম খলিল, ডাঃ রেজা মোহাম্মদ সামিউল হাসান ও ভার্চুয়ালী যুক্ত হোন উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই এর প্রেসিডেন্ট ড. ইবরুল চৌধুরী এবং কনভেনশনের আহ্বায়ক জনস হপকিন্স ইউনিভার্সিটিতে কর্মরত ডাঃ মোঃ মোহাম্মদ নাকিবউদ্দিন।
এসময় বাংলাদেশ থেকে কনভেনশনে যোগদানসহ স্পন্সর ও পন্য সামগ্রীর স্টল বরাদ্ধ নিতে আগ্রহীদের বাংলাদেশ টীমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিনের সাথে সরাসরি যোগাযোগের অনুরোধ জানানো হয়। আগ্রহীরা তার মোবাইলেও (০১৭১১৫৩০২৯৮) যোগাযোগ করতে পারবে।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে প্রথমবারের মতো এই আর্ন্তজাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ৭ই অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা নটরডেমিয়ানরা তাদের পরিবারসহ সম্মেলনে অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্মেলনে অংশগ্রহন করতে আগ্রহী সবাইকে Bangladesh Notre Dame Alumni North America (BNDANA এ নিবন্ধন এবং হোটেল বুকিং করতে উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই সম্মেলন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনে (২৬৭) ২৫৫-৫৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।- বার্তা প্রেরক ডঃ ইবরুল চৌধুরী, প্রেসিডেন্টBangladesh Notre Dame Alumni North America (BNDANA), জরুরী প্রয়োজনে (২৬৭) ২৫৫-৫৬০৫