সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক ২৬ আগষ্ট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৭০ বার

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মিট এন্ড গ্রিট’। সম্পুর্ন ব্যতিক্রম আয়োজন ছিল এটি। লায়ন্সদের গন্ডি পেরিয়ে এটি কমিউনিটির গ্রিটিংসে পরিনত হয়েছিল। দলমত নির্বিশেষে কমিউনিটির নেতৃবৃন্দ সামিল হয়েছিল এ অনুষ্ঠানে। লায়ন্সদের উদারতা ও আতিথেয়তা মধ্যরাত অবধি উপভোগ করেছেন অতিথিরা। পুরো এ অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন লায়ন্সের নবনির্বাচিত সভাপতি ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। তাকে ও সংগঠনের সাধারন সম্পাদক জেএমএম রাসেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছিলেন সকলে। উৎসব মুখর পরিবেশে মুর্হুমুর্হু করতালির মধ্যে  শাহ নেওয়াজ লায়ন্সের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের স্থান ও তারিখ ঘোষণা করেন। আগামী ২৬ আগষ্ট কুইন্সের লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে এ অভিষেক অনুষ্ঠিত হবে। শুভেচ্ছা বক্তব্যে শাহ নেওয়াজ বলেন, লায়ন্স ক্লাবকে গনমুখি কমিউনিটির আস্থার সংগঠনে পরিনত করতে হবে। মতামতের ভিন্নতা থাকতে পারে। কিন্তু ক্লাব কাজ করবে এক ছাতার নীচে। মনে রাখতে হবে, এই ক্লাব দিনদিন মানুষের আস্থার যায়গাটি দখল করে নিচ্ছে। ঐক্যই আমাদের শক্তি। আগামীতে ঐক্য, সহনশীলতা ও সহমর্মিতায় ক্লাব এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

  
শুক্রবার ২১ জুলাই গোল্ডেন এজ পার্টি হলে অনুষ্ঠিত হয় এই ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান। একে সফল করার জন্য গঠিত হয়েছিল একটি কনভেনিং কমিটি। এতে ক্লাবের বিদায়ী সাধারন সম্পাদক হাসান জিলানী আহবায়ক, সারোয়ার খান বাবু সদস্য সচিব ও রফিকুল ইসলাম ডালিম চীফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আহসান হাবিব। শুরুতেই বিদায়ী সভাপতি ও সাধারন সম্পাদক ফুলের তোড়া দিয়ে ক্লাবের নবনির্বাচিত সভাপতি শাহ নেওয়াজ ও সাধারন সম্পাদক জেএফএম রাসেলকে বরন করে নেন।এরপর সারোয়ার খান বাবুর পরিচালনায় শুরু হয় শুভেচ্ছা বক্তব্যের পালা। নতুন কমিটির সফলতা কামনা করে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান, এটর্নি মঈন চৌধুরী,নাসির আলী খান, লায়ন্সের প্রধান নির্বাচন কমিশনার ও সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাইয়িদ, ফিরোজ আলম, কাজি আযম. মোহাম্মদ হোসেন খান,রানো নেওয়াজ,

   

সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,সারওয়ার চৌধুরী সিপিএ,ওসমান গনি,রেজা রশীদ,মশিউর রহমান মজুমদার,রকি রায়ান,আব্দুর রশীদ বাবু, আবুল কাশেম, নমি, একেএম রশীদ,ও মোস্তফা অনিক রাজ। কুরআন তোলোয়াত ও দোয়া পরিচালনা করেন এমএস আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com