ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর আজ সোমবার সকালে ঢাকায় এসেছেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ছয় দিনের সফরে এসেছেন তিনি।
ঢাকায় পৌঁছালে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম তাকে স্বাগত জানান।
খসড়া সফরসূচি অনুযায়ী, ইইউর বিশেষ প্রতিনিধি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া তিনি নাগরিক সমাজের প্রতিনিধি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, ঢাকায় জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করবেন।
রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে তিনি ২৭ জুলাই কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরের দ্বিতীয় দিনে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইমোন গিলমোর। এসব আলোচনায় রোহিঙ্গা পরিস্থিতির পাশাপাশি এদেশের রাজনীতি, নির্বাচন, সুশাসন, নির্বাচন, নাগরিক অধিকারের চর্চা, সংখ্যালঘুদের অধিকার নিয়ে আলোচনা হতে পারে।