রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

ইসলামাবাদে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ২২৪ বার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আকাশে আজ (বুধবার) একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ২৩ মার্চ অনুষ্ঠেয় পাকিস্তান দিবসের বিমান-কুচকাওয়াজে অংশ নেয়ার অনুশীলন চলাকালে রাজধানীর শাকাপারিয়ান এলাকায় এফ-১৬টি বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট উইং কমান্ডার নুমান আকরাম নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি ।

১৯৮০-এর দশকে সংগৃহীত এফ-১৬’র বহর পাকিস্তানের বিমান প্রতিরক্ষার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। এ বিমানের নানা সংস্করণ ব্যবহার করে পাকিস্তান বিমান বাহিনী বা পিএএফ। এর মধ্যে ব্লক-৫২’র বিমানগুলোকে সর্বাধুনিক হিসেবে বিবেচিত হয়। পিএএফে ব্যবহৃত এফ-১৬’র বহরকে একাধিক আধুনিকায়ন করার মধ্য দিয়ে শত্রুর জন্য প্রাণঘাতী যুদ্ধবিমানে রূপান্তর করা হয়েছে।
সূত্র : পার্স/ডন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com