যুক্তরাষ্ট্রের দ্বীপ রাজ্য হাওয়াইয়ে দাবানলে পুড়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েক হাজার মানুষ ওই অঞ্চল পরিত্যাগে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিনির্বাপণের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার ভোরে মাউই দ্বীপের লাহায়না রিসোর্ট এলাকায় দাবানল জ্বলতে শুরু করে। এতে লাহায়না, এর সমুদ্রবন্দর ও আশপাশের এলাকার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দূরবর্তী একটি হারিকেন থেকে বয়ে আসা বাতাস দাবানলের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ পালিয়ে প্রাণে বেঁচেছে। কেউ কেউ তো বাঁচার জন্য সাগরে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়েছে।
দৈনিক হনলুলু-স্টার অ্যাডভ্যাটাইজার সরকারি প্রতিবেদন উদ্ধৃত করে জানিয়েছে, প্রায় ২৭১টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে।
লাহায়না থেকে সরে আসা বাসিন্দা মেসন জার্ভি বলেন, ‘আমার দেখা সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি। পুরো লাহায়না পুড়ে ছারখার হয়ে গেছে। এটিকে মহাদুর্যোগ মনে হচ্ছে ‘
সূত্র : আল জাজিরা