রাজধানীর শাহবাগ থানাধীন পান্থকুঞ্জ পার্কের বটগাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর। পরনে জিন্সের প্যান্ট ছিল।
ধারণা করা হচ্ছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। তার পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান শাহবাগ থানার উপপরিদর্শক।