১৯৭৫ সালের ১৫ আগস্টকে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।
তিনি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে হস্তান্তর করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) শাহরিয়ার আলম ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ৬৩ জেলায় উগ্রবাদী সংগঠন জেএমবির সিরিজ বোমা বিস্ফোরণের ১৮তম বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ঘটনার অন্যতম প্রধান অপরাধী রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। কেন, কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে তারা (মার্কিন) তাকে ফেরত দিচ্ছে না তা আমরা জানি না।’
প্রতিমন্ত্রী বলেন, মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে যুক্তরাষ্ট্র অত্যন্ত সোচ্চার এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করে। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীকে যুক্তরাষ্ট্র আশ্রয় দেয়ার বিষয়টি বাংলাদেশীদের কষ্ট দেয় এবং হতাশ করে।
বঙ্গবন্ধুর পাঁচ খুনি যারা এখনো পলাতক রয়েছেন তারা হলেন খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহউদ্দিন খান।6 এদের মধ্যে নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীর সন্ধান পাওয়া গেছে কানাডা ও যুক্তরাষ্ট্রে।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে, অন্যায়ের অবসান ও আইনের শাসন পুনরুদ্ধার করতে হলে বিচারের রায় বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি বলেন, আমি আশা করি তারা অবশ্যই রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেবেন।
এর আগে বিভিন্ন অজুহাতে বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে হস্তান্তর না করে তাদের আশ্রয় দেয়ায় যুক্তরাষ্ট্র ও কানাডার সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্র ও কানাডা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডিত খুনিদের ফেরত না দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ওইসব দেশের জন্য লজ্জার, যদিও এটা আমাদের জন্যও দুর্ভাগ্যজনক।’
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থার পরিচালিত সাম্প্রতিক জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ব্যাপক সমর্থন দেখা গেছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, হুমকি দেয় এমন কোনো সন্ত্রাসী দলকে তাতে স্থান দেও য়া হয়নি।
তিনি নিরাপত্তা জোরদারে সরকারি প্রচেষ্টা এবং রাজশাহী ও দেশের অন্যান্য অংশ থেকে কীভাবে জঙ্গিদের উৎখাত করা হয়েছিল তা তুলে ধরেন।
সূত্র : ইউএনবি