শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

কোয়ারেন্টাইন শর্ত না মানায় প্রবাসীর অর্থদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ২২৬ বার

সরকারি আদেশ অমান্য করে লোকালয়ে ঘুরে বেড়ানোর দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক সৌদি প্রবাসীকে ১০ হাজার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ দণ্ড প্রদান করেন।

অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন- সাটুরিয়া ইউনিয়নের ভ্রাহ্মণবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে সৌদি প্রবাসী লাল মিয়া (৪০)। তিনি গত ৬ই মার্চ ছুটি নিয়ে সৌদি আরব থেকে গ্রামের বাড়ি আসেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম নয়া দিগন্তকে বলেন, সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের নিজ বাড়িতে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে। প্রতিদিন সচেতনমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। সন্ধ্যার পর চায়ের দোকানে দোকানে গিয়ে সচেতন করা হচ্ছে এ করোনাভাইরাস বিষয়ে। তারপরও আইন অমান্য করে ওই প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিল।

গ্রামপুলিশদের তথ্যের ভিত্তিত্বে ভ্রাহ্মণবাড়ি গ্রামে ওই প্রবাসীর বাড়িতে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে লাল মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com