রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যু নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইয়েভগেনি প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যুর সংবাদে তিনি অবাক হননি। তিনি বলেন,‘আমি সঠিক জানি না আসলে কী হয়েছে। তবে আমি অবাক হইনি।’
বাংলাদেশ সময় গতকাল বুধবার রাত ১১টার দিকে রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানে সাতজন যাত্রী ও তিনজন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ছিলেন প্রিগোজিন ও ওয়াগনারের উপপ্রধানও।
বুধবার যুক্তরাষ্ট্রে লেক তাহোয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর সাংবাদিকদের বাইডেন বলেন, ‘রাশিয়ায় এমন কিছু হয় না, যার পেছনে ভ্লাদিমির পুতিনের হাত নেই। তবে এবারের ঘটনা সম্পর্কে আমি খুব বেশি জানি না। ফলে পুতিনের সাবেক এই ক্ষমতাশালী সহযোগীর কী হয়েছে তা আমি বলতে পারছি না।’
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আদ্রিয়েন ওয়াটসনও জানিয়েছেন, প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।