সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

পরকীয়ায় লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরা জশ-এমা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৭৬ বার

পরকীয়ায় লিপ্ত দুজন হাতেনাতে ধরা পড়লেন উভয়ের স্বামী-স্ত্রীর কাছে। শুধু তাই নয়, এই দুই প্রেমিক-প্রেমিকার ঘনিষ্ঠজনদেরও ফোন করে জড়ো করা হয় পরকীয়ার স্থান প্রদর্শনের জন্য। এরা হলেন ফোবানার বহিষ্কৃত নেতা এবং আটলান্টা বিএনপির সংগঠক জসিম উদ্দিন ওরফে জশ ও এমা তানজিম।

২২ আগস্ট রাতে জশ এবং এমা যখন বিছানায় পরস্পরকে জড়িয়ে উত্তেজনায় ভাসছিলেন, ঠিক সে সময়েই এমার স্বামী সাজ্জাদ হাসান ঘরে ঢুকে পড়েন। উল্লেখ্য, কাজে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হলেও সাজ্জাদ বাসার নিকটে গ্যারেজে লুকিয়ে ছিলেন স্ত্রীর এহেন অপকর্ম হাতেনাতে ধরার জন্য। কিছুক্ষণের মধ্যেই জশ গাড়ি হাকিয়ে ওই গ্যারেজে পার্ক করে এমার ঘরে যান। এর কয়েকমিনিট পরই সাজ্জাদ জশের স্ত্র্রী ফারজানা জাফরিনকে ফোন করেন। এ ছাড়া জশ ও সাজ্জাদের ঘনিষ্ঠ কয়েকজনকেও ফোন করেন তার বাসায় আসার জন্য।

 

একই সঙ্গে পুলিশেও ফোন করেন সাজ্জাদ। সবাই সেখানে এলে সাজ্জাদ চাবি দিয়ে তার ঘর খোলেন এবং জশ ও এমার বেলাল্লাপনা প্রত্যক্ষ করেন সবাই। আরও উল্লেখ্য, বেশ ক’মাস ধরে এমার ঘরেই চলছিল জশ ও এমার এমন পরকীয়া। তবে কেউই তা বিশ্বাস করতে চাননি। এজন্যই সাজ্জাদ সবাইকে হাতেনাতে ধরিয়ে দিলেন।

আটলান্টায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদালতে আত্মসমর্পণের পর ২ লাখ ডলার বন্ডে জামিন গ্রহণের ঘটনাটি যেমন সারা আমেরিকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে, জশ-এমার পরকীয়াও তেমনি আটলান্টাবাসীর গন্ডি পেরিয়ে সারা আমেরিকায় প্রবাসীদের গভীর হতাশায় নিমজ্জিত করেছে। কেননা, জসিম উদ্দিন জশ এবং সাজ্জাদ হাসানের পরিবারের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বহুদিনের। সব অনুষ্ঠানাদিতেই উভয় পরিবারের সবাই হাসিখুশিতে ভরপুর থাকেন। এই যে সম্পর্ক তার ভিতরে দুই পরিবারের দুজনের মধ্যকার অনৈতিক সম্পর্ক হতবাক করেছে তরুণ-তরুণীদেরও। বিএনপি, ফোবানা সহ প্রবাসীর মধ্যে ছি ছি রব উঠেছে।

অভিযোগ রয়েছে, বিএনপির সমর্থক এবং ইন্স্যুরেন্স ব্যবসায়ী জসিমউদ্দিনের কারণে ফোবানা ভেঙেছে। সেই ভাঙন এবার আরও বিস্তৃত হয়েছে। জসিমের নেতৃত্বাধীন গ্রুপের ফোবানা সম্মেলন টেক্সাসের ডালাসে হওয়ার কথা আসছে লেবার ডে উইকেন্ডে। এরই মধ্যে তা দুই ভাগে বিভক্ত হয়েছে অর্থাৎ ডালাসে ফোবানার ব্যানারে দুটি সম্মেলনের প্রস্তুতি চলছে।

অপরদিকে, ফোবানার মূলধারার সম্মেলন হবে কানাডার মন্ট্রিয়ালে। মন্ট্রিয়ালের পার্শ্ববর্তী টরন্টোতে ফোবার নামে আরও দুটি সম্মেলনের প্রস্তুতি চলছে। ষষ্ঠভাগের সম্মেলন হবে ওয়াশিংটন ডিসিতে। কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার সংকল্পে ফোবানার যাত্রা শুরু হলেও দিন যত যাচ্ছে ভাঙনের দামামাও ত্বরান্বিত হচ্ছে। সেই অবস্থাকে আরও নাজুক অবস্থায় নিপতিত করল ফোবানার কথিত নেতা জশের এই কেলেংকারির ঘটনা।

জানা গেছে, জসিম ও ফারজানা জাফরিন দম্পতির ঘরে দুই কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে সাজ্জাদ-এমার ঘরে রয়েছে এক কন্যা। এই অনৈতিক ও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারেই বিচ্ছেদের দামামা বেজে উঠেছে বলে বুধবার সন্ধ্যায় প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com