রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

সৌদিতে শত শত উচ্চপদস্থ কর্মকর্তা আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ২৩৫ বার

আরেক দফা ধরপাকড়ে সৌদি আরবে আটক করা হয়েছে কয়েক শ’ সরকারি, সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে আরো অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। গত রোববার এক ঘোষণায় শত শত উচ্চপদস্থ কর্মকর্তাকে আটকের বিষয়টি জানিয়েছে সৌদি আরব।

দেশটির জাতীয় দুর্নীতি দমন কমিশন দাবি করেছে, আটকরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মতো অপরাধ করেছে। বিশ্লেষকরা বলছেন, বাদশাহ সালমানের ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার রাজনৈতিক শত্রুদের সরিয়ে দিতে বিভিন্ন সময় এই ধরপাকড় চালিয়েছেন। সাম্প্রতিক ধরপাকড়ে ২৯৮ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রায় ৪০০ মিলিয়ন রিয়াল দুর্নীতির অভিযোগ রয়েছে। আটকদের মধ্যে রয়েছে আটজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ২৯ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বেশ কয়েকজন কর্নেল, মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল। একই সাথে আটক করা হয়েছে দুই বিচারপতিকেও। তবে আটকদের নাম প্রকাশ করা হয়নি এখনো।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com