করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে ৩০ দিনের জন্য ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৬টি দেশের পাশাপাশি আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ডও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। তবে যুক্তরাজ্য এ ব্যবস্থার বাইরে থাকবে।
এদিকে করোনাভাইরাসের কারণে প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে ইতালি, স্পেন ও ফ্রান্সে। এ কারণে ভ্রমণকারীদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য মতে, বিশ্বে মোট ১ লাখ ৯৮ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৭ হাজার ৯৮৭ জন মানুষ মারা গেছে। ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, ইউরোপীয় নাগরিকদের পরিবারের সদস্য, দীর্ঘ মেয়াদী বাসিন্দা, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী, পণ্য পরিবহনকারী মানুষ ছাড়া সবার ইউরোপে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সূত্র : বিবিসি